বাবুসোনা হীরের কণা সবার যেন বুকে,
"আম পাতা জোলা জোলা" বোল ফুটেছে মুখে।
বোল ফুটেছে বাবুর মুখে কতশত কি যে!
"হাম্বা হাম্বা গলু" বলে দেখলে গরু নিজে।
সেদিন আমার বলল কি তা করা যাবে ভাবা!
অ্যাটটা গলু আমাল তুমি কিনে দিবা বাবা?
"ওলে ছোনা" কি কথা কও দিবো তোমায় আজই,
তোমার জন্য রাজার মুকুট আনতে আমি রাজি।


"আব্বু আব্বু পাখিলা সব কুথায় যাচ্ছে ভুলে-
আমাল কাছে কেনো ওলা আছেনা কেন উলে!
পাখিল বাসা বেগুন গাছে থাকলে কেমন হত,
ঘলে কেনো থাকে নাকো এই যে আমাল মত।
বাবা বাবা দাদুল মতো মাথায় দেবো টুপি,
সকাল-বিকাল পলবো নামায ঘলে চুপিচুপি। "


বাবু আমার বুকের মানিক কত কথা বলে,
তার মধুময় শুনলে কথা হৃদয়খানা গলে।
বাবুসোনা হীরের কণা মানুষ হবে ভালো,
সে তো আমার জীবনজুড়ে লক্ষ তারার আলো।