বাঁদর লাফায় গাছে
কী খুশিতে এডাল ওডাল তিড়িংবিড়িং নাচে!


বাঘ ছিলো যেই শুয়ে-
কোত্থেকে এক নেংটি ইঁদুর সামনে এলো নুয়ে।
দেখলো- বাঁদর, ব্যপারটা কী মুখখানা তার ঝুঁকে,
ঘুমের ভেতর বাঘের নাকে নেংটি গেলো ঢুকে!


পশম হলো খাড়া
বাঘ উঠে কয়- নেংটি পাঁজি এবার ব্যটা দাঁড়া।
গা ঝাড়া দেয় বাঘ যখনই ঢুলুঢুলু ঘোরে
ততক্ষণে ভয়ের চোটে নেংটি গেলো সরে।


দেখছিলো যে খেলা-
যেই খুশিতে বাঁদর কাটায় আজকে সারাবেলা!