বনের মাঝে বিয়ের বাদ্য
ফুটছে যেনো ফুল,
বাঘের বিয়ে বলেই কথা!
তাইতো হুলস্থুল।


গাঁধার খুশি দেখেই আহা!
ফড়িংগুলো নাচে,
ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে
এই বলে সে যাচে।


ভাইয়ের বিয়ে! আজব কথা!
বাঘের ভাইয়া গাধা?
বানর শুনেই ঘোরায় মাথা
-কেমন করে দাদা?


সব মাথাতে আটকে গেলো
কেমন যেন ধাধা!
কেমন করে ভাই হলোরে!
বাঘের সাথে গাধা?


-ভাই ছাড়া কি! আমিও ছিলাম
বিয়ের আগে বাঘ,
গাঁধার উত্তর-ভাইয়ের বিয়ে,
-সবাই যা রে ভাগ!


(একটি গল্প অবলম্বনে)