বাঘের যখন জ্বর
গর্জনে বন, গাছ ও মাটি
কাঁপছিলো থরথর!


বদ্যি এলো ওষুধ দিলো
কমতে পারে তাপ
কমলো আজব জ্বর যে হঠাৎ
বাপরে ওরে বাপ!


কমলো যখন জ্বর
গরু-মহিষ মাংশ দিয়ে
ভরলো বাড়িঘর  
ব্যপার ভয়ংকর!


ওরে ও ভাই জ্বর,
সবাই বলে- আয় না আবার,
বাঘের এসে ধর!