সবুজ দ্বীপে থাকলো বসে
বাঘের কচি ছানা,
মা হারিয়ে দুঃখ এতই
দেয়নি মুখে দানা।


দু'দিন গেলো ভীনদেশে মা
একটু আদর দিয়ে,
পড়ছে মনে রইছে বসে
সেইটুকু সে নিয়ে।


নড়েচড়ে উপরদিকে
দেখছে যেন জিদে,
পেট মুচড়ে আসছে যেন
রাক্ষুসে এক খিদে।


হাত-পা ছেড়ে পড়ছে ছানা
গা খানা দুর্বল,
ঠিক তখনই আসলো তেড়ে
দুষ্টু বাঘের দল।


তাদের দিকে তাকায় সে যে
দেখে তাতে মা না,
হামলে তখন কাঁদছে খুবই
ছোট্ট কচি ছানা।