ব্যাঙ শুনেছে কোথায় নাকি
আছে দারুণ কূপ,
ডুবলে তাতে হঠাৎ করে
বদলে যাবে রূপ।


পথ চিনিয়ে দেবে সেথায়
গুড়ো মাছের ঝাঁক,
যাবে বলেই ডাকছে আহা
খুশিতে তার নাক!


যেই শুনেছে এমন কথা
কূয়োতে দেয় লাফ,
ডুবরে ডুবরে খাচ্ছে পানি
কাটছে যেন হাফ!


যেদিন থেকে চড়ুই  হলো
ব্যাঙের বিপরীত,
এই সুযোগে করলো পূরণ
এমনতরো জিদ।


সে দিয়েছে ব্যাঙের খবর
অবাক কূয়োর খোঁজ
এই কূয়োটা খায় যে শুধু
ব্যাঙের ছানা রোজ।