ইতল বিতল বাদল দিনে
কোথায় বাজে ঢোল,
ওই দেখা যায় ব্যাঙের গলায়
দুটো তাজা ওল।


ব্যাঙে ব্যাঙে কি কথা কয়
কি করে কি কাজ,
চমকে কানের তালা ফাটায়
গুড়ুম গুড়ুম বাজ।


গড়ায় নাতো মুক্তোদানা
কচুর পাতার জল,
করছে দেখো ব্যাঙগুলো সব
আনন্দ উচ্ছল।


দলে দলে দল বেড়েছে
তাদের যত গ্যাং,
দোতারা তার সুর তুলেছে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।