সবুজ শ্যামল বনবনানী
আঁচল খানি পাতা,
গাছগাছালি কলম যেন
মাঠ আমারই খাতা।


মাথার উপর ছাউনি আকাশ
বিল ও মাঠে পানি,
বাংলাদেশের ম্যাপ এনেছে
বিশ্ব ঝলকানি।


নীলের ভেতর বিলের পানি
মেঘ টলোমল জলে,
বাংলাদেশের রূপ এঁকেছি
হাজার রকম ফলে।


আমার আমার রূপের স্বদেশ
মায়ের মত দামী,
দেশের সবই আপন আমার
আগলে রাখি আমি।