বাংলাভাষায় মনের কথা
বলতে পারি বেশ,
ভাষার জন্য জীবন দেয়া-
শহীদ-গাজির দেশ।


এই দেশেতে ন্যায়ের জন্য
লড়তে করি জীবন ধন্য
শুরু থেকে শেষ,
খুব সহজে জীবন আমি
গর্বে করি পেশ।


বাংলাভাষা মিষ্টি ভাষা
চলে নদী কীর্তিনাশা
খল খলাখল জল,
এই ভাষাতে বললে কথা
বুকে বাড়ে বল।


বাংলাভাষা স্বপ্ন আশা
সবুজ শ্যামল দেশ,
বাংলাভাষার জীবন আমার
স্বপ্ন অনিঃশেষ।