একটা নতুন পাতা ছিড়ে
দাওনা নদীর শুকনো তীরে
আমরা হরিণছানা,
দুদিন ধরে উপোস পেটে
অবশ দেহ কান্না-কেটে
যায়নি কোন দানা।


আমরা এসো মিলেই থাকি
বানর-হরিণ সুখের পাখি
সবাই বলুক বেশ,
এই মিলনেই মিলেমিশে
দুঃখ বলো তবে কিসে
বনের পরিবেশ।


তোমরা থাকো গাছের শীষে
গাছ তোমাদের ভাই,
তোমার চূড়ায় সঙ্গী করো
আপন ঠিকানায়।