বাঁশের ঝোপে জোনাক জ্বলে
আকাশ মাঝে তারা,
চাঁদের দেশে আলোর খেলা
খেলছে সেসব কারা!


চাঁদের খেলায় বেলা বাড়ে
যায়না একটু ছোঁয়া তারে
দূরে থেকে হাসে,
রাতের খেলায় তারার কাছেও
দেয় যে ধরা না সে!


বাঁশের পাশে হীরে মানিক
খানিক জ্বলে-নেভে,
ঘুম আসেনা রাতে আমার
এটাই ভেবে ভেবে।