হাড় জোড়াতালি আর
দেয় ইনজেকশন,
ফোঁড়া ঘায় কিল মেরে
করে পিন সেকশন।


কুঁজো পিঠ কাত করে
দেয় ঠিক শুইয়ে,
টেনে ধরে করে সোজা
মাথা ঝুঁকে নুইয়ে।


গরু,মোষ সব তার
হাতে যেন ন্যস্ত,
নিমিষেই করে শেষ
কেননা সে ব্যস্ত।


ডান হাত ভেঙে এলো
ওপাড়ার আক্তার,
ঠিক করে বাম হাত
ব্যস্ত এই ডাক্তার।


রোগ বাড়ে কলেরার
ছাড়ে যদি বিস্তার,
ঠাসাঠাসি করে সারে
নেই কোন নিস্তার।


ভাঙাচোরা লিকলিকে
আছে এক সাইকেল।
কড়কড়ে ডেকে যায়
ঘাটে ঘাটে নাইতেল।


সিটে ওঠার চেয়ে ভালো
সাথে নিয়ে দেয় দৌড়,
বিজি খুব সারাবেলা
ছুটে সে যে দিনভোর।