কোথা রং ফিনফিনে ঢেউ ঘেষে চলা
বাতাসের গানে হাসে বাঁশঝাড় তলা।
গতি বেশ ফিরফিরে বায়ুবেগ এলে
যায় নিয়ে বড়-ছোট-গুড়ো মেঘ ঠেলে।
নাম আছে বাতাসের খুবই চটচটে
ভেজাজল আছে মিশে তাও খটখটে।


বলে বলে বাতাসের গর্জন ভারী
কালো মেঘে তছনছ করে ঘর-বাড়ী।
গরমেই দেয় সুখ পাতা নেড়ে নেড়ে,
মাঝেমাঝে চলে যায় আমাদের ছেড়ে।
শীতে কাঁপা বাতাসেই আসে ঠকঠকে,
অতিশীতে গলাবুক কাশি খকখকে।


কিছু রোগ থাকে এই বাতাসেই মিশে,
প্রতিরোধ থাকে যদি ভয় তবে কিসে!
বাতাসের সাথে আয় তালমিলে চলি
ছায়াতলে কথা-গানে করি বলাবলি।