মুক্তি পাগল শিকল পায়ে,
কেউ কি পারে থাকতে রে,
বিজয় নিশান আকাশ ছেয়ে
মন শুধু চায় রাখতে রে!


মত্ত মাতাল দামাল ছেলে
বৃদ্ধ-যুবক-তরুন দল,
এক মনোবল আনলো বিজয়
আপন-আপন চরন তল!


বিজয় নিশান উড়লো দেশে
উড়ছে বুকের শ্বাসটা,
স্মৃতির আঘাত রইছে আজো
রাজপথের ওই রাস্তা।


পায়ের আঘাত মায়ের বুকে
মা এখনো কাঁদছে রে,
কান্না জলের বিষন্ন ঢেউ
জমাট হয়ে বাঁধছে রে!


আসলো বিজয় আজো তবু
কি যেন নেই বুকটাতে,
বাপ-মা হারা এতিম কাঁদে
মলিন দুখি মুখটাতে।