গাছের ভেতর গাছ গাছালী বনের ভেতর বন
দিগ্বিদিকে দূর সুদূরে ঘোরে আমার মন।
পাতালপুরী সিন্ধু তীরে চাই যেতে চাই আর-
আকাশ থেকে দূরাকাশে হই যেন হই পার।


দু'হাত খুলে মুঠোয় পুরি মুঠো মুঠো সুখ
এ সুখে কেউ দেয়না বাঁধা কয় না কথা মুখ।
স্বাধীন চলা স্বাধীনতা এর চেয়ে কী চাই
না চাইলেও হাতের পাশে কত কিছু পাই।


লাল সবুজ এ সোনার ভূমি চারিধারে বেশ
কে এনেছে বিজয় আমার এমন মধুর দেশ।
নদীর ভেতর নদী আছে নেইতো নদীর শেষ
বিজয় আমার বিজয় ভূমি আমার সোনার দেশ।