আমি
দেখিনি সে বিজয় চোখে
পেয়েছি তার সাধ,
সে যে
প্রাণচঞ্চলা বোনের হাসি-
জোয়ার ভাঙা বাঁধ।


আমি
সুখ এখানে সওদা করি
বেঁচি সুখের ঢেউ,
তোমরা
এমন দেশে বিজয় হেঁসে
আসবে নাকি কেউ!


এ যে
সবুজ-শ্যামল দেশের বুকে
সুখের বসবাস,
বিজয়
একটি দেশের জন্যে পাওয়া
বিরাট ইতিহাস।