গাছের মাথায় সূর্য যখন
কাঁচা রোদে হাসে
লালচে মধুর বিকাল তখন
ঝলমলিয়ে আসে।


আধার যেন আলোর পিছে
নিবুনিবু ডাকে
গোটা কালোর গোলকধাঁধা
দূরাকাশে আঁকে।


ঘরে ফেরা পাখি যেন
কেবল ডানা মেলে
বনের পরে বন চলে যায়
ছায়া টা তার ফেলে।