বিকেল হলে মনটা আমার আকাশ খোলা মাঠ
গাছ,সমুদ্দুর দু’চোখ যা চায় সবখানে পাই পাঠ।
প্যাঁচার নাচে কী সুর বাজে
টুনটুনি যায় কত্ত কাজে
ময়না শোনায় গান
বিকেল হলে মনটা তখন করেরে আনচান।


বলের মাঠে খেলতে থাকে আমার অবুঝ মন
আকাশ-বাতাস ঘুরতে থাকে সবুজ সবুজ বন
ফুল তুলিতে পদ্মবিলে
রফিক,শফিক সবাই মিলে
হয় যে বড় দল,
খুশিখুশি মনটা আমার করেরে ঝলমল।


বিকেলবেলা মন হতে চায় ছোট্টো পাখির ডিম
এক্কাদোক্কা খেললে আমার আর লাগেনা জীম
ফালিফালি চতুর মেঘে
জোরসে-ধীরে মস্ত বেগে
করেনা তো ভুল
মন হয়ে যায় তখন তাজা বিকেল ফোটা ফুল।