ওই ফুটেছে বিলের জলে
কলমিলতা ফুল,
যায় ছাড়িয়ে শেওলা জলে
গুটি গুটি মূল।


পদ্মপাতায় ভরছে আবার
বিলের চারিধার,
সবটা আমার আকুল করে
মনটা বারেবার।


নাইতে গিয়ে তুলবো আমি
কলমিলতা ফুল,
মাথার চুলে বাঁধবো সেটা
ঝুলবে কানে দুল।