বিড়াল থাকে ধনীর ধারে
বনের ধারে মাসী,
দাওয়াত পেয়ে গেলো তারা
অনেক দূরে 'কাশি'।


হেলেদুলে হাঁটছে বিড়াল
মাসী ওদিক নিলো আড়াল
চিনতে পারে যদি
দাওয়াত খাওয়ায় সাধবে তখন
সামনে থাকা নদী!


তখন তাকে কেমনে ছেড়ে
যাবে বলো খেতে
ভাগে খাবার কম হবে তাই
থাকলে নদী এতে!


মাসী-বিড়াল পাশাপাশি
মাঝে-মাঝে হাসাহাসি
করে এগোয় পথ
বিড়াল ও-না মাসী ও-না
সামনে কী বিপদ!