লেজ পাঁকানো গোঁফের মতো
পুটুস-পাটুস চায়,
ওই পালালো গেঁছো ইদুর
চোখের ইশারায়।


একটু সরে সে ও সরে
লেজ ছুঁয়েছে গোঁফ,
শান দেয়া ওই দাঁতের ফাঁকে
এই দিলো যা! কোপ।


ঢুকছে সিঁথান মাটির ঘরে
এ যে দেখি চোর,
যায় পালিয়ে যায় ছাড়িয়ে
দিয়ে ভীষণ দৌড়।