নাদুসনুদুস একটা বিড়াল বসে আছে শিকারে
ভঙ্গি বসার দেখতে যেন লেজ ওঠানো লি-কারে।


ফাঁদ পেতে এই বিড়াল জোরে হুংকারে সে ওখানে
-ইঁদুর তোরা কত্তোপাজি সাবাড় করিস দোকানে!
ধরতে পেলে ঘাড় মটকে ফেলবো পাশের পুকুরে
এই কথাটা বলে এলাম দোকান থাকা খুকুরে।
কুটুরমুটুর রাত্রিজুড়ে এঁটো করিস খাবারে!
কেমনে পারিস দাঁত কটমট পুরোরাত্রি, বাবা রে!
কাটাকাটি করিস আবার তরকারি খাস চুমুতে
শব্দ শুনে রাতে খুকু পারছে না আর ঘুমুতে।


সেদিন রাতে শালার ব্যাটা, মুখ দিয়েছিস তামাকে!
রাগ করে তাই ভাড়ায় খুকু এনেছে আজ আমাকে।
আজকে তোকে গলটিপে সাধ মেটাবো পালানোর
বুঝবি ব্যটা রাত্রে খুকুর মজা কেমন জ্বালানোর!