ছুটতে ছুটতে এলো বিড়াল বনে তে
কত্ত রঙিন সাধ আছে তার মনে তে।
বনের হালুম হতে গায়ে আঁকালো,
পাতার সবুজ, ধূসর মাটি মাখালো।


ডোরাকাটা গায়ে আঁকা কে তুমি!
বনের রাজার মত কেনো এ তুমি?
বাইরে থাকা আমি কোন জিনিস না!
আমি ছিলাম মাসীর বাড়ি চিনিস না?


মামা কোথায় হালুম রাজা কোনখানে,
মামার জন্য আমার শুধু মনটানে।
শুনে বনের পশু দিলো মানখানি,
-ভাগ্নে বসেন, খানা খাবেন খানদানী।