বিথীর বিড়াল বিট্টু ছিলো
বাড়ি সবার আপন
করতো বিট্টু রাত্রিগুলো
বিথীর পাশে যাপন!


আদর পেয়ে বিট্টু হতো
খুশিতে আটখান,
একদা সে বিথীর সাথে
করলো অভিমান।


আসলো না সে রাতে এবং
পরের দিনেও তো না,
বিথী কেঁদে খুঁজে বলে-
বিট্টু কোথায় সোনা!


পরের দিনে আম্মু এসে
বিথীর ডেকে বলে,
আয় দেখে যা- বিথী, বিট্টু
বকুল গাছের তলে।


বিট্টু আছে  বকুল তলে
শব্দছাড়া শুয়ে,
বিথী দেখে আঁতকে উঠে
কাঁদলো মাথা নুয়ে।


এখন বিথীর মন ভালো নেই
বিট্টু গেছে মরে,
তাকে ছাড়া এখন বিথীর
কাটবে কেমন করে!