সাপ ধরে আর খেলা করে
সকাল, দুপুর, রাতে
তিড়িংবিড়িং বিট্টু বিড়াল
থাকে বিথীর সাথে।


কান খাড়া সে সব শোনে, ও-
ঘরের ভেতর সব কোণেও
ইঁদুরগুলো তাড়ায়
বিথীর আদর পেলে বিট্টু
লেজখানি সে নাড়ায়।


বিট্টু আবার ঘুমায় খাটে
বিথীর তোশক-লেপে
গভীর রাতে যায় শিকারে
পা দু'খানা চেপে।


বিট্টুর আবার পশম নরম
করে বিথীর তোশক গরম
সবসময়ে শুয়ে
বাড়ির সবার আদর পেয়ে
মাথা রাখে নুয়ে।


বিট্টু নামে বিথীর বিড়াল
সাথী, হাবিব রাখে
মা-বাবাও সময় পেলে
অবসরে ডাকে।