বর সেজেছে হুলো বিড়াল বউ সেজেছে ইঁদুর,
এই খুশিতে তেলাপোকা আনতে গেছে সিঁদুর।
এসব দেখে আসছে দেখো টিকটিকি ওই চালে,
পিঁপড়ে, শকুন, চড়ুই, শালিক নাচছে উঁচু ডালে।
বর "হুলো" তার লোভটা বেশী নদীর বড় মাছে
খুঁজতে ইলিশ মাকড়শাটা জাল ফেলেছে গাছে।
মাছ কি থাকে গাছে বলো! মাছ তো থাকে খালে,
ব্যাঙের কথায় খলশে পুঁটি লাফিয়ে ওঠে জালে।
বিয়ের সদাই করতে ভীষণ গরম ওদিক বাজার,
ধুম পড়েছে দেখতে বিয়ে ধুম পড়েছে সাজার।


ওই তো দূরে বরের গাড়ী আসছে বড় চাকায়,
দেখতে ইঁদুর, ছুঁচোকন্যা চুপিচুপি তাকায়।