বদনা হাতে চাঁদনী রাতে
জ্বাললো কে যে চোখ,
থুতনি কালো আবছায়াতে
ছিলো যে এক লোক।

আজব গড়ন বদনা হাতে
কেন ওখানে গভীর রাতে
নাকি সে এক ভূত,
নাকি ছেলে ধরতে আসা
গোয়েন্দাদের দূত!


কালোর ভেতর দাঁত খোলা তার
সাদা সে চিকচিক,
এ যে! পাড়ার ছদর বুড়ো-
চিনেছি ঠিকঠিক!