রোদে পুড়ে দেহখানা
ঘাম ঝরে কত,
ডালেডালে পাতাগুলো
হয় অবনত।


কচিকচি তুলতুলে
ফুলগুলো ফোটে,
নবনব কিশলয়
শিশুদের ঠোঁটে।


কালো কালো মেঘমালা
দখিনের কোণে,
গুড়ো গুড়ো করে দেয়
ঝিরি বরষণে।


ধুয়ে ধুয়ে সাফ করে
বৈশাখ জলে,
স্মৃতিগুলো ডুবে যায়
নতুনের তলে।


কালোঘরে ভরে যাক
ঝুপঝুপে আলো,
আজ থেকে এসো এসো
হয়ে যাই ভালো।