বুদ্ধি বেশী জানে সবাই
চতুর শিয়াল বাদে,
বাঘমামা টা সেই সুযোগে
ফেলতে চাইলো ফাঁদে।


আনলো ধরে বক
বাঘ- মেরে খায় নাড়িভুঁড়ি
চাকুমচাকুম চক।


আনলো শিয়াল সাপ
বাঘ গিললো আয়েশ দিয়ে
দাঁতের ফাঁকে চাপ।


আনলো ধরে মাছ
বিষ মাখানো এমন খাবার-
খেয়ে দেখায় নাচ।


পাজি শিয়াল হাত করে বাঘ
পড়লো মহা জ্বালায়,
ধুকধুকানি প্রাণটা তখন-
বুকটা ছিঁড়ে পালায়!