শে'ল ছিলো বাঁশবনে
হাসছিলো ঘাটে,
বুদ্ধিটা তাই তো সে
এইবারে আঁটে।


হাঁস খাবে মাস যাবে
শে'লবাবা পাঁজি,
চলো হাঁস ছাড়ো কাশ-
সাথে এই আজই।


বলতে তা চলতে ও-
হাঁস গেছে হাটে,
ব্যাবসাটা শেয়ালের-
উঠবে যে লাটে!


হাঁস হাসে লোক আসে
হাট থেকে শুরু,
হাঁস বলে শে'লটাকে-
খাবে না গুরু?