একদেশে ছিলো এক বকেদের ছেলে
টপাটপ গিলে খেতো পুঁটি মাছ পেলে।
শোলমাছ পাশে এলে লাফ দিয়ে ওঠে
বড়মাছ করে না সে পছন্দ মোটে।


মা'র সাথে এই ছেলে সারাদিন ঘোরে
বাবা তাই চুম দেয় ঠোঁট দুটো ধরে।
ক্ষুধা পেলে ডালে বসে করে যায় চিঁচিঁ
বাবা-মা তো ভেবে যায় খাওয়াবে কিকি!


এইভেবে সাথে নিয়ে যায় সারাবিলে
পুঁটিমাছ খুঁজে খায় তিনজনে মিলে।
খেয়ে এই ভালো ছেলে ঘরে ফিরে আসে
দেখে যারা, তারা তারে খুব ভালোবাসে।