চোখ ধাধানো পানির তুফান
নদীর চারিধার,
আজকে সেটা দেখে এলাম
বলেশ্বরের পাড়।


জেলের জালে পড়ছে ধরা
জাটকা ইলিশ কচি,
কিলবিলিয়ে উপচে তারা
করছে রচারচি।


মাঝ দরিয়ায় কাটছে সাঁতার
ছোট ছোট নাও,
তরঙ্গে তার নাচ জুড়েছে
বড় মাছে'রাও।


বালু বোঝাই নৌকা গুলো
দলে দলে যায়,
গাছগাছালীর পাহাড় নুয়ে
ডাকে ইশারায়।


আমরা সেথায় হারিয়ে গেলাম
কিছুক্ষণের জন্য,
দখিন পবন গা ছুয়ে কয়
মনটা হল ধন্য।