বাঁধনখানা অটুট রেখো
জীবন চলার পথে,
বন্ধুপনায় দগদগে ঘা
শুকনো হবে ক্ষতে।


বন্ধু তুমি সামনে এসো
আঁকড়ে ধরি মুঠো,
বিপদ এলে বজ্ররূপে
হঠাৎ জেগে উঠো।


বন্ধু তুমি সকল সময়
অঙ্গে আমার মিশো,
দূর্ণীতি আর মিথ্যা গুলো
পদতলে পিসো।


বন্ধু এমন যখন-তখন
বিপদকালের সাথী,
যেই বাঁধনে কেটেই যাবে
বিষন্ন কালরাতই।


বন্ধুু তোমায় সুখে-দুখে
সবসময়ে চিনি,
সৎ পথের এই সঙ্গী তুমি
বন্ধু চিরদিনই।