মনের কথা বুকের ব্যথা প্রকাশ করি যাকে,
অন্তরে সে বসত করে বন্ধু যেথায় থাকে।
একটু দুখে কান্না আসে সুখের সময় হাসি,
হৃদয়খানা বেশ বেড়ে যায় তাইতো ভালবাসি।


মনের ভেতর থকথকে দাগ রয় যে আবার মনে,
কষ্ট দিলে কোনরকম চলতি পথের ক্ষণে।
মান-অভিমান চলতে থাকে হলে খুটিনাটি,
আমরা হলাম বন্ধু সুজন একসাথে তাই হাটি।


একটু হলে অবসরে সময়গুলো কাটে,
শত মুখে একটি খাবার যা থাকে এক গাঁটে।
এক ডাকেতে আসবে এমন বন্ধু হতো যদি,
সুখে-দুখে সুখ এখানে বইবে নিরবধি।