আকাশ দেখার ইচ্ছে জাগে
ভোরের আলোও তাই,
বদ্ধঘরে বন্দি আমি
একলা পেলাম ঠাঁই।


বদ্ধঘরে কেনো এলাম
নতুন জীবন দেখতে পেলাম
নতুন অবিজ্ঞতা,
ঘরের ভেতর থাকলে হবে
তাতে সার্থকতা।


থাকি আমি একলা ঘরে
মনটা আমার কেঁদে মরে
বাইরে যেতে মানা,
থাকতো যদি আমার গায়ে
পাখির মতো ডানা।


এই জীবাণু বন্দীঘরে
দিলো আমার ঠাঁই,
তাতেই যদি যায় উবে এ,
তবু সেটা চাই।