মিনু যায় হেঁটে,
তারপাশে ইঁদুরেরা মরে যায় খেটে!
কোথা যায় বড় বড়
ধাপ এঁটে এঁটে!


মিনু ছিলো বসে,
ঘোরা শেষে পিঁড়ি পেতে লেজঝুলে কষে!
কামড়ালো ইঁদুরটা
লেজধরে ঘষে!


এতসব শুনে,
ইঁদুরের সাজা "বেত" তিন হালি গুণে!
বনে বনে বয়ে যায়
শান্তিটা বুনে।