বিশ্বের বুকে গর্বিত এক
ছোট্ট স্বদেশ আছে,
সেথায়,
বঙ্গবন্ধু নামের একটি
ফুটছিলো ফুল গাছে।


ফুটন্ত ফুল হঠাৎ করে
দেখলো বিশ্ব পুরো,
তাঁর,
একটি আঙ্গুল দেখলো আকাশ
পর্বত সমান চূড়ো।


বঙ্গবন্ধু দেশের সাথে
মিশে আছে যে নাম,
তবে,
তাজা বুলেট কেমনে বুকে
তাঁকেই পরালাম!


অজস্র ক্ষণ পরাধীনতায়
কষ্টে ছিলাম কত,
তখন,
কেউতো আসেনি এগিয়ে ঠিক
বঙ্গবন্ধুর মতো!


ধিক এ জাতির জন্য জানাই
হাজারও শত ধিক,
হায়!
শৃংখলে পা রাখা কি বলো
তবেই ছিলো ঠিক?