যা পড়ি তাই, বুঝিনা ছাই!
মাথায় পোরা ডিম,
সাফ করতে লাগবে  মাথা
বাসন মাজা ভীম!


'ব'য়ের ডানে কান লাগালে
হবেই নাকি 'ক'!
আব্বু আমার বললে,আমি-
হয়ে গেলাম 'থ'।


'এ'য়ের পিঠে চশমা দিলে
হবে আবার 'ঞ'!
সব পড়াতে লেখা আগেই
খাতা-কলম নিয়ে।


'ড'য়ের মাথায় চাঁদ উঠলে
হবে কেমন 'ঙ'!
তবেতো বেশ! সহজ এ কাম
মাথায় দিলাম ফুঁ'য়ো।


আম ধরিলে বলেন বাবা
-তাতে আছে 'আ'!
পড়ার মজা সবখানেতে
যেখান খুশি যা-


'ই'টা বাঁধলে বাবা
-দেখায় পোঁড়া ইট!
এমন করে পড়লে আমার
পালায় মাথার কীট।