এটা করি ওটা করি
নিষেধ বাবা-মা'র,
বড়'র মাঝে নাক গলাতে
হুকুম নিলাম কার?


বাগান গিয়ে আলতো করে ধরতে গেলাম ফুল,
তাতেও আমার ভুল,
পাপড়ীগুলো ঝরেই যাবে
যা আছে সব থাক ওভাবে
সব কিছুতে কারণ আছে
হাত দিওনা বারণ আছে
কারণ আমার জ্ঞান-গরিমা খুবই অপ্রতুল।


তুমি হলে ছোট,
কেনো তবে বড়'র দলে
ঝলক দিয়ে ওঠো!


বড় হওয়ার মস্ত দাবি নিয়ে হলাম বের-
কেউ পেলোনা টের
দৌড়ে পালাই, আবার থামি
আকাশ-বাতাস ছুঁইতে আমি
মেঘের সিড়ি দিয়ে নামি-
ইচ্ছেমত ফের,
স্বপ্ন আমার সবার আগে
বড় হতে কি কি লাগে
জানতে বড় ইচ্ছে করে
উত্তরখানা এর!