খেলছে কারা চাঁদের দেশে
তারার আলোয় মিষ্টি হেসে
যায় মিলিয়ে খেলা শেষে
ফুটন্ত সব ফুল।


চাঁদটা যেমন রুপোয় গড়া
সেই রুপোতে যায় যে পড়া
ফুটছে মুখে ঈদের ছড়া
আনন্দে মশগুল।


বৃষ্টি পড়ে কচুর পাতায়
শিশুরা তাই শুধু হাতায়
লতাপাতার লম্বা ছাতায়
দাঁত-দু'পাটি মুখ,


বর্ষা নিয়ে ঈদ এসেছে
আনন্দে সব গাঁও ভেসেছে
কচিকচি মুখ হেসেছে
মেলছে বুকে বুক।