ফুলে ফুলে অলি ঘোরে
কচি কচি ডাল,
পাতা গুলো ভরে যেন
কত বেসামাল।


গাছে গাছে পাখি ডাকে
জাগে বহুদূর,
বিলে বিলে জেগে ওঠে
ভাটিয়ালী সুর।


পাতাঝরা গাছে পাতা
থরে থরে সাজ,
নানা রঙে ফোটা ফুলে
কিযে কারুকাজ!


সুরে বাঁজে চারিদিকে
কি যে ঝুনঝুন,
মউ মাছি জেগে ওঠে
করে গুনগুন।


যেথা দেখি চোখে পড়ে
যাদুমাখা হাত,
রূপে ভরা চাঁদ দেখে
কেঁটে যায় রাত।