সারিবাঁধা মেঘের তরী ওড়ে
নীলাকাশের দিগন্তটা ধরে।
মেঘের পাশে সূর্য লাজে হাসে
রঙধনুটা বৃষ্টিফোটায় ভাসে।


বাতাস মেঘের কানে গিয়ে বলে,
একলা ভেসে থাকা কি আর চলে?
বরফকুচি টলটলে চোখ নিয়ে,
সূর্য তখন ভাঙায় গরম দিয়ে।


সূর্য, বাতাস, ঠান্ডা মিলে মেঘে
আকাশ নীলে হঠাৎ ওঠে জেগে।
সারিবাঁধা কত মেঘের মেলা,
বৃষ্টিদিনে জমে এমন খেলা।