বৃষ্টি পড়ে পাতায় পাতায়
টাপুরটুপুর খোকার মাথায়
জোরেসোরে ভাঙা ছাতায়
মাত্র ক'খান শিকে,
বৃষ্টি এলো খড়ের চালে
ছন্দ তোলে গাছের ডালে
রিম ঝিমঝিম গানের তালে
এই যে চতুর্দিকে।


বৃষ্টি নাকি মেঘের মেয়ে
গায়ে ভীষণ বল,
নদীর সাথে অভিমানে
ঝরায় শুধু জল।


বৃষ্টি এসে ভরলো খাদ,
খেলাধুলা তাইতো বাদ।