শুকিয়ে পাতা রবীর তেজে মর্মরে,
রোদ্দুরে ত্বক গলিয়ে তোলে চর্মরে।
চৌচিরে বিল তপ্ত আগুন ফাটলে,
পুকুর নদীর বদ্ধ পানি না টলে।


হঠাৎ উকি মেঘের জকি অম্বরে,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর দম ধরে।
টিনের চালে রুনুর ঝুনুর একটানা,
থেমে থেমে আবার এ গান মন্দ না।
ব্যাঙের গানে রাত্রি আসে  বৃষ্টিময়,
ছোট্র ডোবা মিলন মেলার সৃষ্টি হয়।
কাঁধে লাঙল কৃষক মাঠে খুব ত্বরা,
বর্ষাতে তার চাষের জমির রুপ চড়া।


মেলছে দেয়া কদম কেয়া ফুটতেছে,
মৌমাছি সব মধুর লোভে লুটতেছে।
ঝরছে সকাল দুপুর তবু থামছে না,
ডুবছে পুকুর রাস্তায় পানি নামছে না।