বৃষ্টিতে গাছপালা ভিজে চুপচুপ
খোলামেলা জল পেয়ে হাঁস দেয় ডুব।
ডুব দেয় খোকাখুকু ডুব দেয় মাছ
ব্যাঙগুলো জল পেয়ে করে দেয় নাচ।


ডুব দেয়, উঠোনেই পোষা কবুতর
ডুব দেয় অদূরের কিছু কুঁড়েঘর।
ডুব দেয় ওলকচু ডুব দেয় সাপ
বৃষ্টিতে বিল মাঠে  খুব বেশী চাপ।


বৃষ্টিতে উঠোনটা ভিজে চুপচুপ
ছাড়া পেয়ে মুরগীরা ডুব দেয় খুব
ডুব দেয় ছোট নদী ডুব দেয় খাল
ডুব দেয় ধান চারা হয়ে যায় লাল।