দুপুরবেলা সন্ধ্যা হলো চারিদিকে অন্ধকার,
কাজলা মেঘের বৃষ্টি পড়ে টাপুরটুপুর ছন্দ তার।
মাঠের ফসল যা আছে সব চাষীর উপর ন্যস্ত তা,
ঘরেই আমার সময় কাটে দিনের পুরো ব্যস্ততা।


গাছের আগায় বৃষ্টি পড়ে সৃষ্টি করে চকচকে,
কচিকচি পাতাগুলো হয়ে ওঠে লকলকে।
পাখপাখালি হলো কেমন আপন ঘরে রুদ্ধতা,
সবুজ সবুজ প্রকৃতিটা হয়ে ওঠে শুদ্ধতা।


হারিয়েছে আপন সতেজ দিন-প্রতিদিন সূর্য গান,
বৃষ্টিমুখর কালোমেঘে চারিদিকে মুহ্যমান।
বৃষ্টিভিজে জ্বর বাঁধাতে নেয়না কেউ আর ঝুঁকি টা।
এরই মাঝে হঠাৎ করে সূর্য মারে উঁকি টা।


বদ্ধঘরে বলছি সবাই কতশত গল্প না!
মনটা হারায় মনেই আবার আনে যত কল্পনা।
ঝম ঝমাঝম সুরের দোলা কেমন লাগে বৃষ্টিটা,
পাহাড় ঘামা ঝরনা যেন যায়না দূরে দৃষ্টি টা।