আজ, তিন বন্ধু মিলে করছে ভীষণ পণ,
ঝুড়িভরেই মিষ্টি কিনে খাবে সারাক্ষণ।
কিনলো খাবার মজার মজার এইযে কতখানি,
খাবে বেশী কোন জনেতে বাঁধলো টানাটানি।


অবশেষে মিলল তিনেই একটা উপাখ্যান,
একজনের এক প্রস্তাবেতে হলো সমাধান।
তিন জনেতে ঘুমিয়ে যেই, আগে উঠে যাবে,
মিষ্টি গুলো ঝুঁড়ি সমেত একা একাই খাবে।


চুক্তিমতো বন্ধুরা সব ঘুমিয়ে ডাকে নাক,
বুদ্ধিমোটা বন্ধুটা যে খুঁজলো এমন ফাঁক।
-হড়হড়িয়ে গিলল সুধা মিষ্টি পোরা গাল,
সবগুলোকে সাবাড় করে মারছে ব্যটা টাল।


একে একে বন্ধু সবাই চোখটা খুলে জেগে,
হাজার রকম স্বপ্ন দেখা বলছে খুশির বেগে।
বলল-সেযে স্বপ্নে গেলো ময়ুরপঙ্খী দেশে,
ঘুরছি সেথায় ফুলপরীদের সাথে হেসে হেসে।
দ্বিতীয় জনে,গিয়েছিলো আজব ফুলের কাছে,
স্বপ্নে সেও দেখলো সেথা হরিণগুলো গাছে।


বুদ্ধিমোটা বললো ঘুমে দেবী দিলো দেখা,
চুলের মুঠি ধরে বলে মিষ্টি  খা রে একা।
স্বপ্নদেবী ধরে আমার ছেড়ে দিলো না,
-বলে, মিষ্টি যত পারিস একা একা খা।


এসব শুনে অন্যদুজন মাথায় পড়লো বাজ,
কপালপোড়া গেলাম কেন স্বপ্নে তীরন্দাজ!


(একটি প্রচলিত কৌতুক অবলম্বনে)