ঝড়ের আঘাত কেমন হলো
যায়নি সেটা মাপা,
শতশত ঘরবাড়ি আজ
গাছের তলে চাপা।


বিদ্যুৎ ছাড়া নাকাল জীবন
ভোগান্তি বেশ বাড়ে,
যায়না হাটা গাছের গুড়ি
রাস্তা পারাপারে।


'বুলবুল' এলো ধ্বসে দিলো
গাছের নিচে বাড়ি,
মাটির সাথে মিশলো যে ধান
সুদূর সারিসারি।


এক চিলতে জমি নিয়ে
স্বপ্ন হাজার কাড়ি,
মূহুর্তে শেষ, কান্না তখন-
গগণ রোনাজারি।