ঢাকা থেকে গাড়ীর খোঁজে
থুত্থুড়ে এক বুড়ি,
উঠলো পেয়ে ব্যস্ত বাইক
জোরসে হামাগুড়ি।


বলে রাখে কন্ডাকটরের
সাভার কতো দূরে,
-বলবো তখন বসো বুড়ি
দয়ের মতো ঘুরে।


একটু পরেই কেঁশে বুড়ি
সুধায় বুড়ি আবার,
আমতা আমতা করে বলে
এলাম নাকি সাভার?


আরে আরে এতো এতোই
জ্বালাও কেনো বুড়ি,
সেতো দূরে আছে আরও
মিনিট খানি কুড়ি।


ধমক খেয়ে বুড়ি তখন
দিলো জমের ঘুম,
এমন সময় ছাড়ল সাভার
পর স্টপেজ রুম।


কেন ঠকালে বুড়িকে এই
দিবো তোমায় মা'র,
বাসে পুরো গোল বাঁধালো
অনেক প্যাসেঞ্জার।


ঘোরাও গাড়ী নামাও ওরে
ওই বুড়িটার আগে,
এই অবিচার হয়না যেন
এমন লোকের ভাগে।


ঘুরিয়ে গাড়ী যেই এসেছে
বাঁজলো যেন ঝুম,
সবাই মিলে ডেকে বুড়ির
জাগিয়ে দিলো ঘুম।


বলল সবাই- আয়েশ করে!
সাভার এসেছি,
বুড়ি বলে দাড়াও দাড়াও
ওষুধ খেয়ে নি।


একটা বড়ি ঢাকায় খেলাম
আরেক বড়ি সাভার,
ডাক্তারের এ কথায় আমি
খেলাম বড়ি আবার!


কথা শুনেই গাড়ীর সবাই
খকর খকর কাঁশে,
একটি ছেলে মোচ নাচিয়ে
কেমন করে হাসে।