বিলের ঝিলে জমেই পানি
শাপলা ফুলে সাদা,
বুথিয়ার বিল নীল করেছে
পদ্ম ফুলের গাদা।


সাধের ফসল তলিয়ে আছে
বুথিয়ার জলের তলে,
এই মৌসুমে চাষীর হাসি
ভাসে চোখের জলে।


হাজার বিঘা জমিতে জল
বৃষ্টি হয়ে আসে,
খেলিয়ে ভোঁতা দাতের হাসি
কলার ভেলায় ভাসে।


ছোট্র পুঁটি রয়না চুটি
হেথায় করে বাস,
জীবন যুদ্ধ করতে মানুষ
মেটায় তাদের আশ।


শামুক ধরে বস্তা বোঝাই
হাটে অনেক দাম,
কেউবা পালে হাঁসের খামার
তাতেই তাদের নাম।


সবাই রাখে একটি ছোট্র
জীবন চলার নাও,
এটাই রুজি রোজগার মেটায়
ছোট্র এসব গাঁও।